ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ , থানায় মামলা

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

ঠাকুরগাঁওর সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান মহাজনপাড়া গ্রামে৷ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ঠাকুরগাঁও থানায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মা তাহমিনা খাতুন ঝর্না (৫০)।

মামলার অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানাযায়, মঙ্গলবার ৬ এপ্রিল সন্ধ্যায় ছোট ছেলে ডলার মাহামুদ কাউকে না জানিয়ে বাড়ী থেকে সেচ মেশিন চুরি করে নেওয়ার চেষ্টা কালে মা তাহমিনা খাতুন ঝর্না দেখে বাধা দিতে গেলে ডলারের স্ত্রী রিক্তা আক্তার (২৫) ও জোছনা বেগম (৫০), ডলার তার মাকে এলোপাথারি মারধর করলে তার বড় ছেলে সুমন মাকে রক্ষা করতে আসলে ডলার ও তার স্ত্রী দেশীয় অস্ত্র রাম দা, লোহার রড দিয়ে সুমনের শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। পরে স্থানীয়রা সুমন ও তার মাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ১১ এপ্রিল মা তাহমিনা খাতুন ঝর্ণা ছোট ছেলে ডলার, তার স্ত্রীর বিরুদ্ধে বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করেন ।যার মামলা নং ১৬।

এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে চেয়ারম্যনাকে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।