খুলনার দাকোপের বানিশান্তায় উন্নয়নমুলক কাজে বাদা প্রদান অতঃপর দাকোপ থানায় অভিযোগ

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়নের উপজেলা পরিষদের গ্রামীন অবকাঠামো রক্ষণা বেক্ষণ সংস্কার কর্মসুচি কাবিটা দিত্বীয় পর্যায়ে ৩০ নং প্রকল্পের চেয়ারম্যান সুলতা মন্ডল সংরক্ষিত ১ নং ওর্য়াডের( ১,২,৩) সদস্য। ২৯জুন মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় পাঁচজন শ্রমিকের সাহায্যে স্হানীয় স্বপন রায়ের বাড়ী হতে সিতাশু রায়ের বাড়ী অভিমুখে বালু ভরাটের ইটের সলিং রাস্তা নির্মান কাজ করিতে থাকা কালে ঘটনাস্হলে সুভাস রায়ের বাড়ীর সম্নুখে উত্তর বানিশন্তার স্বপন রায় (৪৮)পিতা মৃত মাদার রায় সহ আরো দু’জন সন্ত্রাসী প্রকৃতির লোক উক্ত প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের ভয়ভীতি প্রর্দাশনে কাজে বাধা দানকরে।প্রকল্পের কাজের জন্য আনা ইট পাটকেল খালের ভিতর ছুড়িয়া ফেলিতে থাকে।প্রকল্প চেয়ারম্যান সুলতা মন্ডল সরকারী কাজে বাধা প্রদানের কথা জানতে চাইলে স্বপন রায় উর্ত্তেজিত হইয়া সুলতা মন্ডল কে অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে প্রকশ্যে শাসাইতে থাকে, স্বপন রায় প্রকাশ্যে পন্চাশ হাজার টাকা চাদা দাবী করে টাকা না দিলে কিজ করতে দিবেনা। বিষয় টি প্রকল্প চেয়ারম্যান সুলতা মন্ডল দাকোপ থানায় একটি এজাহার দায়ের করেছে বলে জানায়। এ বিষয় নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্হা সৃষ্টি হয়েছে।