
রাশিদুল ইসলাম,(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর নদী থেকে তৌহিদ (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু তৌহিদ উপজেলার সাহাপুর গ্রাম থেকে নিখোঁজের একদিন পর তার মরদেহ পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার ধামাইচ বাজারের গুমানী নদী থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে- শিশু তৌহিদ গুরুদাসপুরের খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামের জুয়েল রানার ছেলে। গত তিনদিন আগে শিশুটি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল সোমবার দুপুরে নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। তার আত্বীয় স্বজন আশপাশের ডোবা, নালা ও নদীতে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পায়না। পরে সন্ধ্যায় শিশুটির বাবা গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ মঙ্গলবার সকালে ধামাইচ বাজারের খেয়া নৌকার মাঝি গুমানি নদী দিয়ে ওই মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। পরে জানতে পারেন শিশুটি গুরুদাসপুরের। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেন। পরে আত্বীয়স্বজন ও পুলিশ নিখোঁজ হওয়া শিশু তৌহিদের মরদেহ শনাক্ত করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।