খুলনার দাকোপ উপজেলায় গ্রাম পুলিশের মাঝে বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশনায় আজ দাকোপ উপজেলায় গ্রাম পুলিশদের মঝে বাইসাইকেল, পোশাক, লাইট, ছাতা ও লাঠি বিতরণ করেছেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। আজ ২৮জুন সোমবার বেলা দেড়টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয় চত্তরে বাইসাইকেল, নুতন পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন গ্রাম পুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বাড়াতে বাইসাইকেল, নুতনপোশাক সহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। এসময় উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন,সাধারন সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয়কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,চেয়ারম্যান আব্দুল কাদের,চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল সহ আরো অনেকে।