গুরুদাসপুরে নদী দখল করে প্রভাবশালীর পাকা ঘর নির্মাণ!

রাশিদুল ইসলাম,(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে মির্জা মামুদ নদী দখল করে পাকা ঘর নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে আব্দুল গাফ্ফার নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকৃত আব্দুল গাফ্ফার উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগ পুরুলিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। স্থানীয় এলাকাবাসি অভিযোগ করে বলেন, আগ পুরুলিয়া মাদ্রাসা মাঠ এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুল গাফ্ফার প্রায় ২০ হাত নদীর জায়গা দখলে নিয়ে পাকা ঘর তৈরি করছেন। এতে এলাকাবাসী বাধা দিলেও আব্দুল গাফ্ফার করোও কথা কর্ণপাত না করে ঘর তৈরীর কাজ চালিয়েই যাচ্ছেন। তবে ওই ব্যক্তি দাবি করেন, বসতঘর করছি না। এটা আমি গরুর খামার করছি। আজ শনিবার (২৬ জুন) সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, আগ পুরুলিয়া গ্রামের মাদ্রাসা মাঠের কাছে প্রায় ৪ শতাংশ জায়গা দখল করে এই ঘর নির্মাণ করা হচ্ছে। আগ পুরুলিয়া গ্রামের প্রায় ১০জন ব্যক্তি বলেন, নদী দখল করে এভাবে ঘর নির্মাণ করতে নিষেধ করা হলেও তিনি মানছেন না। নদী দখল করে এভাবে ঘর নির্মাণ করলে, একদিকে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্থ্য হবে, অন্যদিকে নদীও ভরাট হয়ে যাবে। তারা নির্মাণ কাজ বন্ধ করার জন্য প্রশাসনের নিকট জোরদাবি জানান। নদীর মধ্যে কীভাবে ঘর নির্মাণ করছেন, এমন প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন এর জবাব তিনি প্রশাসনের কাছে দেবেন। এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। সরেজমিন গিয়ে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।