গাইবান্ধায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হামিদুল হক মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলা থেকে রাকিবুল হাসান (৩২) নামে ব্র্যাকের এক মাঠকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৬ এপ্রিল সোমবার দুপুরে সদরের কুপতলা ইউনিয়নের চাপাদহ (পাঁচজুম্মা) গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাকিবুল নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার নাজিরপুর গ্রামের বদরউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান,গত চার বছর ধরে রাকিবুল পাঁচজুম্মা ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন।
তিনি পরিবার ছাড়া একাই চাপাদহ গ্রামে নজরুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। সোমবার অনেক বেলা পর্যন্ত ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়ির মালিকের ছেলে তাকে ডাকাডাকি করেন।
কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে রাকিবুলকে ঝুলন্ত দেখেন। পরে তিনি পুলিশে খবর দেন।
গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান জানান,গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এই মৃত্যু তা জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।