
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল ঠাকুরগাঁও: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল নেকমরদ বাজারের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৭০) বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৬ টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে নিজ বাসাতেই তিনি মারা যান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নামাজে জানাজা নিজ বাড়ির পাশে নেকমরদ সরকারি আলিমুদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সকাল সাড়ে ১১ টায় পারিবারিক গোরস্থান বোয়ালধার গ্রামে দাফন সমপন্ন করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল ইসলাম, সম্পাদক তাজউদ্দীন ইসলাম,যুবদল নেতা বকুল মজুমদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, আইনশৃঙ্খলা বাহিনীর সহ মরহুমের সকল আত্নীয়স্বজন ও স্হানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ট কাউন্সিলের সকল মুক্তিযোদ্ধারা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।