
এবিএম কাইয়ুম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। হরিপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার (২৩ জুন) সকাল ৮টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর (ম্যুরাল) প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
হরিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, হরিপুরের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ জিয়াউর হাসান মুকুল উপজেলা আ”লীগের নেতৃবিন্দদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আ”লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাফ্ফর আহম্মেদ মানিক ,সদস্য এডভোকেট সোহরাব হোসেন, মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি জেসমিন আক্তার শিখা ,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষধের সভাপতি মোঃ আসাদুজ্জামান বাবু সহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
এর পরে আ”লীগের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।