ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে রিপোর্টার্স ইউনিটির ফুলের শুভেচ্ছা

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক জনাব মাহবুবুর রহমানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি।

বুধবার (২৩ই জুন) সকালে সাংবাদিকদের সংগঠন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টোর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ৷

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রেজাউল হক প্রধান, ইঞ্জিঃ হাসিনুর রহমান মিলন, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মোঃ জাকির হোসেন বাচ্চু,অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলন ও নির্বাহী কমিটির সদস্য রুবেল রানা, আল মামুন জীবন প্রমূখ।

এসময় করোনা এবং সাংগঠনিক সহ সার্বিক বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়।