রাণীশংকৈলে পৃথক পৃথক ভাবে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক ::-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিনব্যাপী পৃথক পৃথক ভাবে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২৩ জুন (বুধবার) উপজেলা আ’লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকাল সাড়ে ৭ টায় দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৮ টার সময় রানীশংকৈল ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

সেই সাথে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সেসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, আ’লীগের সহ সভাপতি জবাইদুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, মামুনর রশিদ এলবাট, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে নেতাকর্মীরা বৃক্ষরোপন করেন।

অপরদিকে পদবঞ্চিত আ’লীগ নেতাকর্মীরা পৃথক ভাবে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীরা পুষ্প মাল্য অর্পণ করেন। শেষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন পদবঞ্চিত আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী, যুবলীগের সাবেক সম্পাদক বাবর আলী, যুবলীগের সাবেক সভাপতি আইয়ুব আলী, পৌর আ’লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক রফিউল ইসলাম ভিপি প্রমূখ।