চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য সিলিন্ডার ও অনুদান প্রদান

মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় কার্পাসডাঙ্গা একতা চুল ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর পক্ষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা রোগীদের জন্য সিলিন্ডার ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার ছেলুন। এ সময় এমপি ছেলুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার,চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম,আরএমও এ এস এম ফাতেহ্ ইসলাম, ডাঃআবুল হোসেন,ডাঃ আকলিমা খাতুন,ডাঃমাহাবুবুর রহমান মিলন,ডাঃআওলিয়ার রহমান,ডাঃএহেসানুল হক তন্ময়,চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল ইসলাম খান সহ আরো অনেকে।