নওগাঁয় করোনায় আরো এক ব্যক্তির মৃত্যু

অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তা হয়ে আরো ১ যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৩ জনের। এ নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন।
সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানান, করোনায় আক্রান্ত হয়ে জেলার ধামইরহাট উপজেলার শাহাপুর গ্রামের সানামুদ্দিনের ছেলে মনিরুল হক (২৬) মারা গেছেন।
নওগাঁ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্ত ১০ ব্যক্তির মধ্যে সদরে ১ জন, বদলগাছিতে ১ জন, পতœীতলায় ৪ জন, ধামইরহাটে ২ জন, নিয়ামতপুরে ১ জন এবং পোরশায় ১ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯শ’ ৭০ জন। ডেপুটি সিভিল সার্জন মন্জুর এ মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭৪ জনকে। নতুন করে সুস্থ্য হয়েছেন ২৩ জন। আর সর্বমোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৭শ’ ২৪ ব্যক্তি। বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ ব্যক্তি।