মুন্সীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে আইয়ুব আলী শেখ (৮৬) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ২০ ই জুন রবিবার বিকাল ৫ টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আইয়ুব আলী শেখ মানসিক রোগে ভুগতেছিলেন। গত ১৬ জুন রাতে তিনি বাড়ি হতে নিখোঁজ হন। নিহতের আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ছোট ভাই শাহিন শেখের ছেলে সেলিম শেখ বাদি হয়ে সিরাজদিখান থানা সাধারণ ডায়েরী করে। রবিবার বিকাল ৫ টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের বিবিসন মন্ডলের মেয়ে রিতা রানী মন্ডলের বাড়িতে নতুন ঘর তোলার সময় ডোবায় লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। উল্লেখ্য, নিহত আইয়ুব আলী শেখ ৪ ছেলে ৩ মেয়ের জনক। এ বিষয়ে সিরাজদিখান (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, বৃদ্ধ আইয়ুব আলী মানসিক ও ডায়াবেটিস রোগী ছিলেন ও চোখে ও কম দেখতেন। প্রতি রাতেই প্রসাব করার জন্য ঘর হতে বাহিরে বের হতেন। ঘটনার দিন বের হয়ে ঘরে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। এই মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক জানিনা তাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।