বালিয়াডাঙ্গীর আম চাষিদের নিয়ে মতবিনিময় সভা

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:

আসন্ন আমের মৌসুমে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আম চাষিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মে) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে এ সভা অনুষ্টিত হয়।

এসময় বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরার সঞ্চালনায় ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম, ঠাকুরগাঁও জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীর কবির, ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যার্টাজি, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আকরাম আলী, আমচাষী আব্দুল গফুর প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন সোহেল।

এসময় জনপ্রতিনিধি, রাজনীতি, আমচাষী ও আমব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আমচাষীরা তাদের বিভিন্ন চাওয়া পাওয়া ও দাবীগুলো সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসের তথ্যমতে উপজেলায় মোট ১ হাজার ৭৮ একর জমিতে আমের আবাদ হচ্ছে। এতে প্রায় ১৫ জাতের আম চাষাবাদ হচ্ছে।