ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

“তথ্য থেকে বাস্তবেঃসকল মিডওয়াইফ এক সাথে” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস।

শুক্রবার (৫ মে) ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহন করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ, ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অঞ্জনা রানী।

এছাড়াও মনোয়ারা মিডওয়াফারি ইনস্টিটিউট, গোল্ডেন লাইফ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাগণ র‌্যালিতে অংশ নেন।

প্রতি বছর র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হলেও মিডওয়াইফারি শিক্ষার্থীদের পরীক্ষার কারনে এ বছর আলোচনা সভা বা অন্যান্য অনুষ্ঠান হয়নি বলে জানান সিভিল সার্জন।