বালিয়াডাঙ্গীতে দুই মাদক ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ মে) রাত সোয়া ১ টায় উপজেলার দুওসুও ইউনিয়নের দুওসুও মাষ্টারপাড়া বাজার থেকে তাদের আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার গোয়ালকারী গ্রামের তোফায়েল হোসেনের ছেলে লিমন হোসেন (২৪) ও দুওসুও জিয়াখোর গ্রামের মৃত সামসুল হকের ছেলে পজির ইসলাম (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুওসুও মাষ্টারপাড়া বাজারে আসামিদের তল্লাশি করলে ১ নং আসামি লিমনের কাছে ১৩ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২ নং আসামি পজিরের কাছে ৮ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। তারা একে অপরের সহায়তায় যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি মামলা হয়েছে। আসামিদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।