৩ নং হোসেনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

সোহাগ আলী, নিজস্ব প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বারোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০ এপ্রিল‌ (রবিবার) ৩নং হোসেনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ৩নং হোসেনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব জাফর আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার হাফিজ উদ্দিন আহমেদ। গেষ্ট অব অনার হিসেবে ছিলেন সাবেক ছাত্র নেতা সামশু হাবিব বিদ্যুৎ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ জেড সুলতান আহমেদ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, জেলা যুব সংহতির সদস্য সচিব ও কাউন্সিলর ইসহাক আলী, সম্পাদক গফুর আলী, পৌর জাতীয় পার্টির সভাপতি শামসুল আরফিন, বাচোর ইউনিয়ন সভাপতি শালমানশাহ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

এছাড়াও জাতীয় পার্টির ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে বিভিন্ন পদে থাকা নেতাকর্মী  বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

উক্ত সম্মেলনে আগামী ২ বছরের জন্য ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মির্জা মিঠু রহমান প্রাপ্ত ভোট (৫৪) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহরুল হক মাস্টার পান (৪৫) ভোট এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আঃ খালেক প্রাপ্ত ভোট ৪৬ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৪৩ ভোট।

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে জাতীয় পার্টির নেতা কর্মীরা দলকে গুছিয়ে নিতে পুরো দমে কাজ করে যাচ্ছেন এবং নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক দ্বয়কে উপস্থিত নেতাকর্মীরা সাদরে গ্রহণ ও দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।