
মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
নারী ও শিশু নির্যাতন, যৌন পীড়ন, ইভটিজিং, আত্মহত্যা, বাল্যবিবাহ, মাদক এবং জুয়া, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, অজ্ঞান পার্টি, চুরি ইত্যাদি সম্পর্কে আলোচনা ও সচেতনতা বৃদ্ধি করতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে বালিয়াডাঙ্গী থানার আয়োজনে দুওসুও ইউনিয়নের মিলটেক বাজারে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এসময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি পীরগঞ্জ সার্কেল এর (অতিরিক্ত দায়িত্বে রাণীশংকৈল সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মনজুরুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বীট অফিসার আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।