জনপ্রিয় তিন টিকটকারকে নিয়ে ওয়েব সিরিজ “দেশি আই ফোন বাবা”

প্রিন্স মিলন, বিনোদন প্রতিবেদকঃ

করোনাকাল সময়টা খুব দুঃসময়, চারিদিকেই আতঙ্ক ভয়,লাশের মিছিল। তবুও সব বাঁধা ঠেলে চলতে হবে সামনে।আর সেই সুবাদেই বর্তমান সময়ের পরিস্হিতি নিয়েই হাজির হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় তিন টিকটকারকে নিয়ে ফানি ওয়েব সিরিজ “দেশি আই ফোন বাবা”। ওয়েব সিরিজটি দেখতে পাবেন এএম টু পিএম মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ফানি এই ওয়েব সিরিজটি নির্মানে ছিলেন বর্তমান সময়ের ব্যস্ততম ডিরেক্টর ও ডিওপি ছাব্বির আহমেদ রিদয় এবং সহযোগী ডিরেক্টর ইবরাম তামিম৷

 

“দেশি আই ফোন বাবা” জনপ্রিয় এই ওয়েব সিরিজটিতে অভিনয়ে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় টিকটকার ও ইউটিউবার নোবেল মাহমুদ, শাহন রবি, খান বিজয় ও নাফিজা ইসলাম নেহা। উক্ত ওয়েব ফ্লিমটি প্রোডিউস করেছেন “এএম টু পিএম মাল্টিমিডিয়া’র কর্নধর ইয়াকুব আলী। খুবই শীঘ্রই এই ফানি ওয়েব ফ্লিম টি “এএম টু পিএম মাল্টিমিডিয়ার” ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।

ছাব্বির আহমেদ রিদয় জানান, “দেশি আই ফোন বাবা” নিয়ে খুব শীঘ্রয় হাজির হচ্ছি দর্শক শ্রোতাদের মাঝে এবং আশাকরি শর্টফ্লিমটি সবার ভালো লাগবে। সবার সহোযোগীতা ও দোয়া কামনা করছি। সবাই দোয়া করবেন যেনো সাফল্যের সাথে এগিয়ে যেতে পারি।