
সোহাগ আলী, নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ব এখন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের হাতের মুঠোয়। ডিজিটাল এই যুগে দিন দিন যেমন বৃদ্ধি পাচ্ছে সোস্যাল মিডিয়া ব্যবহাকারীর সংখ্যা ঠিক তেমনি সাইবার অপরাধীর সংখ্যায় পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। তবে নেট দুনিয়ার এইসব অপরাধী থেকে রেহাই পেতে কিংবা তাদের আইনের আওতায় আনতে অনেকেই পরমার্শ খুঁজেন কিংবা জানতে চান। অনেকেই সঠিক পরামর্শ বা সহয়তার মাধ্যম খুঁজে পাননা, তাদের পাশে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন তরুণ সাইবার যোদ্ধা রাকিবুল হাসান।
রাকিবুল হাসান উদীয়মান এক
সাইবার যোদ্ধার নাম। সোস্যাল মিডিয়াতে তার অবদান সত্যিই প্রশংসাযোগ্য। রাকিবুল হাসান ব্যক্তিগত জীবনে একজন ছাত্র যিনি পড়াশুনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আন্তরিক প্রচেষ্টায় সাইবার ভিকটিমদেরকে সাহায্য করে যাচ্ছেন। এছাড়াও প্রায় এক বছর যাবৎ তিনি সাইবার হেরেসমেন্টের শিকার বিভিন্ন ভিকটিমদেরকে মেন্টাল সাপোর্ট, সোস্যাল আইডির ত্রুটিজনিত সমস্যা সমাধান এবং সাইবার সিকিউরিটি সাপোর্ট দিয়ে আসছেন।
রাকিবুল হাসান বর্তমানে দেশের জনপ্রিয় সাইবার ব্যক্তিত্ব জনাব মঞ্জুরুল করিমের “মঞ্জুরুল করিম নেটওয়ার্ক” এ সাইবার কনসালটেন্ট, “রংপুর সাইবার সিকিউরিটি টিম” এ এডমিন, “খিলগাঁও হেল্প সেন্টার” এর ফাউন্ডার এবং “ইয়ুথ চেইন বাংলাদেশ” এ মডারেটর হিসেবে দায়িত্বরত আছেন।
তার বুদ্ধিমত্তা, একাগ্রতা, আন্তরিকতা এবং দেশপ্রেম বাংলাদেশের সামজিক যোগাযোগ মাধ্যমের জন্য এক অনন্য পাওয়া। সাইবার সিকিউরিটি এন্ড ইন্টেলিজেন্স বিষয়ে তার কর্মদক্ষতা দেশের জন্য নতুন কিছু বয়ে আনবে।
এক প্রশ্নের জবাবে রাকিবুল হাসান বলেন, পূর্বে একজন সাধারণ ফেসবুক ব্যবহারকারী ছিলাম কিন্তু গত ১ বছর যাবত সাইবার নিয়ে খুটিনাটি ঘাটাঘাটি করতে করতে এখন সাইবার হ্যারাসমেন্ট,বুলিং, ব্ল্যাকমেইল ইত্যাদি বিষয়ের বিরুদ্ধে কাজ করছি পাশাপাশি ভিক্টিমদের মানসিক সাপোর্ট, সাইবার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আইনি পরামর্শ দিচ্ছি এবং সাইবার সিকিউরিটি সহ নানা বিষয়ে হেল্প করে আসছি।
আমি একজন ছোট্ট সাইবার যোদ্ধা হিসেবে সাইবারে বিচরণকারীদের কাছে আমার একটাই বার্তা থাকবে যে ‘ Don’t Trust Any Stranger On Social Media & Don’t Share Your Secret In Cyber Space.